পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান


ভূগর্ভস্থ জাদুঘর
ঢাকা >>  রমনা (থানা)

দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর এটি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে সোহরাওইয়ার্দী উদ্যানের স্বাধীনতা কমপ্লেক্সে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। মাটির নীচে প্রায় ২৫ ফুট গভীরে এই জাদুঘরটি দ্বিতল একটি ভবন। ১৯৪৮ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত সকল ঐতিহাসিক ঘটনাবলীর ইতিহাস চিত্র দেখতে পাওয়া যাবে এই জাদুঘরটিতে। ২০১১ সালে জাদুঘরটির যাত্রা শুরু হয়। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

মুক্তিযুদ্ধ জাদুঘর
ঢাকা >>  শের-ই-বাংলা (থানা)

মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম জাদুঘর এটি। ১৯৯৬ সালে জাদুঘরটির যাত্রা শুরু হয়। মুক্তিযুদ্ধকালীন সময়ের অনেক দুর্লভ নিদর্শন ও স্মারকচিহ্নসমূহ এই জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক এই জাদুঘরটির যাত্রা শুরু হয়েছিল সেগুনবাগিচা এলাকায়। তবে, বর্তমানে এই জাদুঘরের ঠিকানা আগারগাও এ। ২০১৭ সালের ১৬ এপ্রিল পরিবর্তিত নতুন ভবনে এই জাদুঘরটির নতুন যাত্রা শুরু হয়। ভবনটিতে ৪ টি গ্যালারীর মাধ্যামে একাত্তরের নানান দলিল, আলোকচিত্র, চিঠি, আস্ত্রাদি ইত্যাদি তুলে ধরা হয়েছে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

বিজয় কেতন
ঢাকা >>  ক্যান্টনমেন্ট (থানা)

ঢাকা ক্যান্টনমেন্টের অভ্যন্তরে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পটভূমি এবং বীর যোদ্ধাদের স্মরণে নির্মিত একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর বিজয় কেতন। আগরতলা ষড়যন্ত্র মামলায় আটক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক বন্দীশালাও এখানে দেখতে পাবেন। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর
ফরিদপুর >>  মধুখালী

মহান মুক্তিযোদ্ধের বীর সেনা বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ ১৯৪৩ সালের ১মে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সালামতপুর (বর্তমানে রউফ নগর) গ্রামে জন্ম গ্রহন করেন। মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্ব এবং দেশের জন্য নিজের জীবন উৎসর্গকারীদের মধ্যে যে ৭জন কে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সন্মাননা বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়, তাদের একজন হলেন শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। মুন্সী আব্দুর রউফ এর মাতার নাম মোছাঃ মকিদুননেছা এবং পিতার নাম মুন্সী মেহেদী হোসেন। আব্দুর রউফ ১৯৬৩ সালের ৮ মে তারিখে তৎকালীন ইষ্ট পাকিস্তান রাইফেলস বাহিনীতে সৈনিক হিসাবে যোগ দেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ৮নং রেজিমেন্ট এর অধীনে ছিলেন। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর
বরিশাল >>  বাবুগঞ্জ

বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে যে ৭ জনকে তাদের আত্মত্যাগের জন্য দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সন্মাননা প্রদান করা হয়েছে, তাদের একজন হলেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ এর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে ২০০৮ সালের মে মাসে উদ্ভোধন করা হয় এই ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর
ভোলা >>  ভোলা সদর

ভোলা জেলার সদর উপজেলার আলীনগরে মুক্তিযুদ্ধের বীর সেনা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এর জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর এই জেলার দৌলতখান উপজেলার পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ২০ বছর বয়সে সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মনবাড়িয়া জেলায় পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। এসময় মোস্তফা কামাল তার সঙ্গীদের নিরাপদে সরে যেতে একাই গুলিবর্ষণ করতে থাকেন। সঙ্গীরা নিরাপদে দূরে সরে যেতে পারলেও তিনি পাকিস্তানী সেনাবাহিনীর মর্টারের আঘাতে সেখানেই মারা যান। এই বীরকে ব্রাহ্মনবাড়িয়াতেই সমাহিত করা হয়। নিজ গ্রাম ভোলা জেলার সদর উপজেলার আলীনগরে তার স্মৃতির স্মরণে গড়ে তোলা হয় একটি গ্রন্থাগার এবং জাদুঘর।
বাংলাদেশের মহান এই বীরযোদ্ধার জাদুঘরটি দেখতে চাইলে ভোলা জেলার সদর উপজেলার আলীনগর যেতে হবে। ভোলা থেকে স্থানীয় যে কোন যানবাহনে এখানে আসতে পারবেন। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

বিজয়গাঁথা জাদুঘর
ময়মনসিংহ >>  ময়মনসিংহ সদর

ময়মনসিংহস্থ সেনানিবাসের গেট সংলগ্ন স্থানে এই জাদুঘরটি রয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয়েছে এই জাদুঘরটিতে। একটি মাত্র গ্যালারীতে সাজিয়ে রাখা হয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কপিও আছে এ যাদুঘরটিতে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

মুক্তিযুদ্ধ সামরিক জাদুঘর
গাজীপুর >>  গাজীপুর সদর

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নিকট এই মুক্তিযুদ্ধ সামরিক জাদুঘরটি দেখতে পাবেন। এটি দেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর। গাজীপুর তথা জয়দেবপুরের স্বাধীনতা যুদ্ধ ও শহীদদের স্মৃতির স্মরণে এই জাদুঘরটি গড়ে তোলা হয়েছিল। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি পৃথক রাষ্ট্র গঠনের পর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ গনি ওসমানী এটির উদ্ভোধন করেছিলেন। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

মুক্তিযুদ্ধ জাদুঘর - যাদের রক্তে মুক্ত দেশ
কুমিল্লা >>  সদর দক্ষিন

মুক্তিযুদ্ধ ভিত্তিক জাদুঘর এটি, কুমিল্লা সেনেনিবাস এলাকায় এই জাদুঘরটি দেখতে পাবেন। নামঃ যাদের রক্তে মুক্ত দেশ। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

1  



পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান