পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান

সচরাচর প্রশ্নোত্তর


* বাংলাট্যুরিজম অথোরিটি ট্যুরিষ্টদের জন্য কোন ট্যুর প্যাকেজ ঘোষনা করে কি?

- না । বাংলাট্যুরিজম এর পক্ষ থেকে আপাতত কোন ট্যুর প্যাকেজ ঘোষনা করার পরিকল্পনা নেই।


* বাংলাট্যুরিজম অথোরিটি ট্যুরিষ্টদের জন্য কোন আবাসন-যাতায়াত কিংবা অন্য কোন সুবিধাদি প্রদান করে থাকে কি?

- না। এটি শুধুমাত্র একটি তথ্যমূলক ওয়েবসাইট।


* বাংলাট্যুরিজম এর পক্ষ থেকে অন্য-কেউ কি ট্যুর প্যাকেজ ঘোষনা করতে পারবে?

- না। এটি আইনত দন্ডনীয় অপরাধ।


* ট্যুরিষ্টরা কি তাদের ভ্রমণ কাহিনী লিখতে পারবে?

- হ্যাঁ, পারবে। এক্ষেত্রে তাদের নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে।


* বাংলাট্যুরিজম ওয়েভসাইটে রেজিষ্ট্রেশনকৃত ট্যুরিষ্ট গাইড কি বাংলাট্যুরিজম অথোরিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত?

-না। এটি শুধুমাত্র ট্যুরিষ্ট এবং ট্যুরিষ্ট গাইডদের প্লাটফরম হিসেবে কাজ করবে।


* বাংলাট্যুরিজম ওয়েভসাইটে রেজিষ্ট্রেশনকৃত ট্যুরিষ্ট গাইডদের ব্যাপারে বাংলাট্যুরিজম অথোরিটি কি নিশ্চয়তা প্রদান করে?

- না।


* রেজিষ্ট্রেশনকৃত ট্যুরিষ্টরা কি যে কোন মুহুর্তে তাদের একাউন্ট মুছে ফেলতে পারবে?

- হ্যাঁ, পারবে।


* রেজিষ্ট্রেশনকৃত ট্যুরিষ্টরা একবার তাদের একাউন্ট মুছে ফেললে পুনরায় একই ই-মেইল এবং ইউজার নেইম ব্যবহার করে নতুন একাউন্ট খুলতে পারবে কি না?

- হ্যাঁ, পারবে। তবে পুরোনো একাউন্টের কোন তথ্যই ফিরে পাবেন না।


* বিদেশী পর্যটকরা কি যে কোন সময় বাংলাদেশের যে কোন স্পট ভ্রমন করতে পারবে?

-বাংলাদেশের পার্বত্য অঞ্চল (রাঙ্গামাটি, বান্দরবন,খাগড়াছড়ি) ভ্রমণ করতে স্থানীয় প্রশাসনের নিকট হতে অনুমতি নিতে হবে।


* ট্যুরিষ্ট গাইড হিসেবে নাম রেজিস্ট্রেশনের জন্য কোন প্রকার ফি/মূল্য পরিশোধ করতে হবে কি?

- না।


* ভবিষ্যতে রেজিস্ট্রেশনকৃত গাইডদের নিকট হতে কোন প্রকার ফি/মূল্য নেয়া হবে কি?

- না। এটি সবসময়ের জন্য বিনা-মূল্যে থাকবে।


* ট্যুরিষ্ট গাইড লিষ্টে আমার নাম দেখা যাচ্ছা না?

- আপনি "Change Status" অপশনে গিয়ে "Show Profile in List" অপশনে ক্লিক করুন। ট্যুরিষ্ট গাইডের লিষ্টে আপনার নাম দেখা যাবে।


* আমি এখন ট্যুরিষ্ট গাইড হিসেবে কাজ করতে চাই না, কিন্তু আমি আমার রেজিষ্ট্রেশনও বাতিল করতে চাচ্ছি না।

- আপনি "Change Status" অপশনে গিয়ে "Hide Profile From List" অপশনে ক্লিক করুন। ট্যুরিষ্ট গাইডের লিষ্টে আপনার নাম দেখা যাবে না।


* ট্যুরিষ্ট গাইডরা ওয়েবসাইটে বিনামূল্যে তাদের ট্যুর ইভেন্ট পোষ্ট করতে পারবে কি?

- হ্যাঁ, পারবে।


* ভবিষ্যতে রেজিস্ট্রেশনকৃত গাইডদের নিকট হতে ট্যুর ইভেন্ট পোষ্ট করতে কোন প্রকার ফি/মূল্য নেয়া হবে কি?

- না। তবে, বিজ্ঞাপনদাতারা বিশেষ সুবিধা পাবেন।


* ট্যুরিষ্ট গাইড হিসেবে ট্যুরিষ্টদের নিকট হতে প্রাপ্ত লভ্যাংশের কোন অংশ বাংলাট্যুরিজম অথোরিটিকে দিতে হবে কি ?

- না। ট্যুরিষ্ট গাইড হিসেবে ট্যুরিষ্টদের নিকট হতে প্রাপ্ত অর্থ শুধুমাত্র আপনার।


* ট্যুরিষ্ট গাইডরা কি তাদের ভ্রমণ কাহিনী লিখতে পারবে?

- হ্যাঁ, পারবে।


* ট্যুরিষ্ট গাইড কোন ট্যুরিষ্ট পাচ্ছেন না, কিভাবে পাবেন ?

- আপনি আপনার ভ্রমণ কাহিনী লিখুন, পর্যটকদের আপনার এবং আপনার স্থান সম্পর্কে বেশি বেশি জানান। পর্যটকদের জানান আপনি স্থানটি সম্পর্কে ভালো জানুন।


* দেশের বাহিরের ট্যুরিষ্ট গাইডরা (যারা বাংলাদেশী পর্যটকদের গাইড করতে চান) কি তাদের নাম রেজিষ্ট্রেশন করতে পারবে কি?

- হ্যাঁ, পারবে।


* রেজিষ্ট্রেশনকৃত ট্যুরিষ্ট গাইডরা কি যে কোন মুহুর্তে তাদের একাউন্ট মুছে ফেলতে পারবে?

- হ্যাঁ, পারবে।


* রেজিষ্ট্রেশনকৃত ট্যুরিষ্ট গাইডরা একবার তাদের একাউন্ট মুছে ফেললে পুনরায় একই ই-মেইল এবং ইউজার নেইম ব্যবহার করে নতুন একাউন্ট খুলতে পারবে কি না?

- হ্যাঁ, পারবে। তবে পুরোনো একাউন্টের কোন তথ্যই ফিরে পাবেন না।


* ট্যুরিষ্ট গাইড হিসেবে রেজিস্ট্রেশনের জন্য ন্যুনতম বয়স কত হতে হবে?

- ১৮ বছরের নিচে কাউকে ট্যুরিষ্ট গাইড হিসেবে রেজষ্ট্রেশন না করার জন্য অনুরোধ করা হলো।


* ট্যুরিষ্ট গাইড হিসেবে রেজিস্ট্রেশনের জন্য কোন যোগ্যতা লাগবে কিনা?

- ১৮ বছরের উপর যে কোন নাগরিক ট্যুরিষ্ট গাইড হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। তবে পর্যটন স্পট সম্পর্কে ভালো ধারনা থাকা বাঞ্ছনীয়।


* হোটেল/মোটেল/রিসোর্ট বিনামূল্যে তাদের প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবে কিনা?

- হ্যাঁ, পারবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর, ইমেইল (যদি থাকে), ওয়েবসাইট ঠিকানা (যদি থাকে), গুগলম্যাপের লোকেশন লিঙ্ক পাঠাতে হবে।

* খাবার-প্রতিষ্ঠান/রেস্টুরেন্ট/ফাস্টফুডের দোকান তাদের প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করতে পারবে কিনা?

- হ্যাঁ, পারবে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর, ইমেইল (যদি থাকে), ওয়েবসাইট ঠিকানা (যদি থাকে), গুগলম্যাপের লোকেশন লিঙ্ক পাঠাতে হবে।



পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান