পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান



সাইট সম্পর্কে


BanglaTourism বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটনভিত্তিক একটি ওয়েবসাইট। BanglaTourism এর লাল-সবুজ রঙটি ৩০ লক্ষ শহীদের লাল রক্তে অর্জিত স্বাধীন চির সবুজের বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। ২০১৮ সালের ১৫ জুলাই "বাংলাদেশকে দেখার জন্য, বাংলাদেশকে জানার জন্য" এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করে পর্যটনভিত্তিক এই ওয়েবসাইটটি।


প্রথমত, বাংলাদেশের প্রতিটি জেলার পর্যটন সম্পর্কে দেশি-বিদেশি পর্যটকদের নিকট তুলে ধরার লক্ষ্যে এই ওয়েবসাইটের কাজ শুরু করা হয়। বিশেষ করে যে সকল ব্যক্তি নিজ জেলা কিংবা তার আশেপাশের জেলার পর্যটন সম্পর্কে জানতে বিশেষভাবে আগ্রহী, তারা খুব সহজেই এই ওয়েবসাইট থেকে তথ্য নিতে পারবেন। আমরা বাংলাদেশী কিংবা দেশের বাহির হতে যে সকল পর্যটন/কিংবা কাজের জন্য এই দেশে আসেন তাদের অনেকেই জানেন না, তাদের আশেপাশেও দেখার মত ঐতিহাসিক, প্রত্নতাত্তিক নিদর্শন, প্রাকৃতিক স্পট সহ অনেক পর্যটন স্পট রয়েছে। যে কারনে সুযোগ থাকা সত্ত্বেও সেগুলো দেখা হয়ে উঠে না। BanglaTourism ওয়েবসাইটটি সেই শুন্যস্থান পূরণ করতে বিশেষ সহায়ক হবে বলে আশা করছি।


শুধুমাত্র পর্যটন স্পট সম্পর্কে না জানাই দেশের পর্যটন শিল্পের প্রধান প্রতিকূল পরিবেশ নয়। অন্যান্য সমস্যার মধ্যে আরও একটি প্রধান সমস্যা সঠিক গাইডের অভাব। যেটির অভাব পূরণ করতে বিশেষ সহায়ক হিসেবে কাজ করতে পারবে ট্যুরিষ্ট গাইড। বাংলাদেশে বর্তমানে অনেক ট্যুরিষ্ট গাইড কাজ করছে। তবে, তাদের নির্দিষ্ট কোন প্লাটফরম নেই। অথবা অনেকেই ট্যুরিষ্ট গাইড হিসেবে কাজ করতে আগ্রহী হলেও কোন নির্দিষ্ট প্লাটফরম না পাওয়ায়, সেটি তাদের জন্য সম্ভব হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের জন্য ট্যুরিষ্ট গাইড হিসেবে খন্ডকালীন কাজের সুযোগ করেছে। BanglaTourism ওয়েবসাইটটি বাংলাদেশের ট্যুরিষ্ট গাইডদের জন্য একটি বিশেষ প্লাটফরম হিসেবে কাজ করবে। এই প্লাটফরমের মাধ্যমে ট্যুরিষ্ট গাইডরা বিভিন্ন ট্যুর ইভেন্ট ঘোষণা দিতে পারবে, তাদের ট্যুর কাহিনী বর্ণনা করতে পারবে। শুধুমাত্র বাংলাদেশী ট্যুরিষ্ট গাইড নয়, দেশের বাহির থেকেও ট্যরিষ্ট গাইড তাদের নাম নিবন্ধন করতে পারবেন। যে সকল বাংলাদেশী দেশের বাহিরে ট্যুর করতে আগ্রহী, তাদের গাইড করতে পারবে সংশ্লিষ্ট দেশের গাইডবৃন্ধ।


একজন পর্যটকের যে সকল অন্যান্য আনুষঙ্গিক তথ্য প্রয়োজন, সেগুলো এক প্লাটফরমে আনাও BanglaTourism ওয়েবসাইটটির অন্যতম একটি লক্ষ্য। কোন স্থানের ভ্রমণের পূর্বে সেখানের পর্যটন সম্পর্কে যেমন পূর্ব হতেও ধারনা পাবেন এই সাইট থেকে, তেমনি সেখানের আবাসন ব্যবস্থা সম্পর্কেও জানতে পারবেন। এই ওয়েবসাইটে হোটেল-মোটেল এবং রিসোর্টসহ বিভিন্ন জরুরী নম্বর প্রদান করা হয়েছে। যা, পর্যটকদের জন্য বিশেষ সহায়ক হবে।




পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান