পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান


তুলাতুলি স্পট
ভোলা >>  ভোলা সদর

বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ নামে পরিচিত ভোলা জেলার সদর উপজেলা ঘেঁষে বয়ে যাওয়া মেঘনা নদীর তীরে পর্যটকদের অন্যতম আকর্ষণ হচ্ছে তুলাতুলি স্পট। প্রমত্ত মেঘনা নদীর তীরে এই স্পটটিকে মনে হতে পারে কোন এক মিনি সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়েছে। নৌ-ভ্রমনে আগ্রহীরা নৌকায় করে কিছু-সময় ঘুরে আসতে পারেন মেঘনা নদীর বিশাল জলরাশিতে। পড়ন্ত বিকেলে লাল সূর্যের আলো যখন নদীর বুকে পড়ে, তখন এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। সব-মিলে হারিয়ে যাবেন এক ভাল লাগা পরিবেশে। স্পটটি পর্যটন স্পটের জন্য একটি অনন্য স্থান।
এখানে আসতে চাইলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি নামক স্থানে আসতে হবে। শহর ত্থেকে যে কোন যানবাহনে এখানে সহজেই আসতে পাড়া যাবে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

1  



পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান