পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর
ঢাকা >>  ধানমণ্ডি (থানা)

বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ধানমণ্ডির ৩২ নম্বর বাসাটি বর্তমানে একটি জাদুঘর। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যেগে এই জাদুঘরটি নির্মিত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপথগামী সেনাসদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবারের অধিকাংশ সদস্যদের এই বাড়িতেই হত্যা করে। এখানে বঙ্গবন্ধুর ব্যবহৃত দুর্লভ দ্রব্যাদি, ছবি রাখা আছে। ১৯৯৪সালের আগস্টে এই জাদুঘরটির উদ্বোধন করা হয়। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি
নওগাঁ >>  আত্রাই

নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসর গ্রামে দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কুঠিবাড়ি। কুঠিবাড়িটি বর্তমানে রবীন্দ্র সংগ্রহশালা হিসেবে ব্যবহৃত হচ্ছে। কুঠিবাড়িটির প্রবেশপথে দেখতে পাবেন দুটি সিংহের প্রতিকৃতি। কুঠিবাড়িটিতে নির্মাণ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য। সংগ্রহশালাটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত পোশাক, আসবারপত্র, হাতে লেখা পাণ্ডুলিপি ইত্যাদি প্রদর্শন করা হয়েছে। রবীন্দ্র কুঠিটির নিকট একটি সরোবর দেখতে পাবেন, এটি রবীন্দ্র সরোবর নামে পরিচিত। ১৮৯১ সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসেন। পরবর্তীতে ১৯৩৭ সাল পর্যন্ত বেশ কয়েকবার এখানে এসেছিলেন। এই কুঠিবাড়ি থেকে কলকাতার বিখ্যাত জোড়াসাঁকোর ঠাকুর পরিবার কালিগ্রাম পরগণা এস্টেট পরিচালনা করতেন। এখানে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ সন্ধ্যা, চৈতালি, চিত্রা, দুরন্ত আশাসহ বেশ কয়েকটি অমর রচনা রচিত করেছিলেন। নোবেল পুরষ্কার প্রাপ্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই এলাকার কৃষকদের কল্যানে নোবেল পুরষ্কারের ১ লাখ ৮ হাজার টাকা দান করেছিলেন। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

গান্ধী স্মৃতি জাদুঘর
নোয়াখালী >>  বেগমগঞ্জ

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার সোনাইমুরীতে মহাত্মা গান্ধীর ঐতিহাসিক ভ্রমণের স্মৃতি বিজড়িত এই স্থানটিতে গান্ধী স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এটি গান্ধী আশ্রম ট্রাস্টের অধীনে পরিচালিত। জানা যায়, ১৮৪৬-৪৭ সালে শান্তির বাণী প্রচারের জন্য মহাত্মা গান্ধী এখানে এসেছিলেন। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

পল্লী কবি জসীম উদ্দীনের স্মৃতি জাদুঘর
ফরিদপুর >>  ফরিদপুর সদর

ফরিদপুর জেলা শহরের আম্বিকাপুরে পল্লী কবি জসীম উদ্দীনের বসত ভিটায় গড়ে তোলা হয়েছে পল্লী কবি জসীম উদ্দীনের স্মৃতি জাদুঘরটি। এখানেই চিরনিদ্রায় শায়িত আছে পল্লী কবি। জাদুঘরটি মনি মালার মনিহার নামে পরিচিত। জাদুঘরটিতে কবির ব্যবহৃত আসবারপত্রসহ দৈনন্দিন ব্যবহার্য দ্রব্যাদি রক্ষিত রয়েছে। রয়েছে কবির হাতের লেখা পাণ্ডুলিপি। ১৯৭৬ সালের ১৪ মার্চ এই কবি মৃত্যুবরন করলে তাকে তার বাড়ীর আঙ্গিনায় সমাহিত করা হয়। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

শেরে বাংলা স্মৃতি জাদুঘর
বরিশাল >>  বানারীপাড়া

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার নামক একটি গ্রামে রয়েছে বাংলার বাঘ খ্যাত শেরে-বাংলা-এ কে ফজলুল হকের জন্মভিটা। এখানেই প্রতিষ্ঠিত করা হয়েছে শেরে বাংলা স্মৃতি জাদুঘর। এখানে শেরে বাংলা এ কে ফজলুল হকের লেখা চিঠি, আলোকচিত্র সহ তার স্মৃতি বিজড়িত বেশ কিছু জিনিস প্রদর্শন করা হয়েছে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

কাজী নজরুল ইসলামের স্মৃতিময় দরিরামপুর
ময়মনসিংহ >>  ত্রিশাল

বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শৈশব কাটে এখানে। দরিরামপুর উচ্চ বিদ্যালয়ে অধ্যায়ন করেছেন তিনি। বর্তমানে এটি ...... সম্পূর্ণ অংশ পড়ুন

শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর
ময়মনসিংহ >>  গফরগাঁও

মহান ভাষা আন্দোলনের শহীদ আব্দুল জব্বারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জব্বার নগর (পাঁচুয়া) গ্রামে ২০০৭ সালে প্রতিষ্ঠা করা হয়েছে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘর। এখানে তার নামে একটি পাঠাগারও নির্মাণ করা হয়েছে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

মীর মোশাররফ হোসেন স্মৃতি কমপ্লেক্স
রাজবাড়ী >>  বালিয়াকান্দি

বালিয়াকান্দির নবারপুরের আনন্দ বাজারের নিকট এই সাহিত্যিকের স্মৃতি কমপ্লেক্সটি নির্মাণ করা হয়েছে। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের পৈত্রিক নিবাস রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার এই বাড়িটিকে কেন্দ্র করে এই কমপ্লেক্সটি গড়ে তোলা হয়েছে। সংস্কৃতিক বিষয়ক মন্ত্রনালয় ১৯৯৯ সালে এই স্মৃতি কেন্দ্রটি গড়ে তোলে। স্মৃতি কমপ্লেক্সটিতে পাঠাগার, জাদুঘর সহ সভাকক্ষ, অতিথি কক্ষও রয়েছে। কমপ্লক্সের ভেতর নির্মাণ করা হয়েছে মীর মশাররফ হোসেনের একটি আবক্ষ মূর্তি। বিখ্যাত এই লেখক ১৯৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্ঠিয়ার লাহীনি পাড়ায় নানা বাড়ীতে জন্মগ্রহন করেন। মীর মোশাররফের স্মৃতি বিজড়িত এই স্থানটি ঘুরে আসতে চাইলে আপনাকে যেতে হবে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী নামক গ্রামে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারী বাড়ি স্মৃতি জাদুঘর
সিরাজগঞ্জ >>  শাহজাদপুর

সিরাজগঞ্জের শাহজাদপুরের এই কাচারী বাড়িটি মুলত এখানকার জমিদারি দেখাশোনার জন্য ব্যবহার করতেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষেরা। এরও আগে ব্রিটিশরা এই বাড়িটিকে নীলকুঠি হিসেবে ব্যবহার করত। এখান থেকেই ব্রিটিশরা নীল চাষিদের কাছ থেকে কর আদায় করত। রবীন্দ্রনাথও এই বাড়িটিকে কাচারি বাড়ি হিসেবে ব্যবহার করতেন। মূল এই কাচারি বাড়িটি বর্তমানে অব্যবহৃত অবস্থায় আছে। পাশেই একটি আধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। এই আধুনিক ভবনটি এখন জাদুঘর। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে লেখা পাণ্ডুলিপি, ছবি, ব্যবহৃত আসবারপত্র, পোশাক ইত্যাদি শোভা পাচ্ছে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

হাসন রাজার জাদুঘর
সিলেট >>  সিলেট সদর

সিলেটের জিন্দা বাজারের নিকটেই রয়েছে মরমী কবি নামে খ্যাত হাছন রাজার জাদুঘরটি। এটি মিউজিয়াম অব রাজাস নামে পরিচিত। এখানে হাসন রাজা এবং তার পরিবারের তথ্যাদি, তাদের ব্যবহৃত নানান আসবারপত্র, তৈজসপত্র, পোশাক, গহনা ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। দেখতে পাবেন হাসন রাজার গানের পাণ্ডুলিপি। দেওয়ান হাছন রাজা সুনামগঞ্জ জেলায় ১৮৫৪ সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন। এবং ১৯২২ সালের ৭ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। হাসন রাজার গান বাংলা লোকসঙ্গীতের এক অমুল্য সম্পদ।
মরমী শিল্পী হাসন রাজার দেখতে চাইলে সিলেট শহরের জিন্দাবাজারে যেতে হবে। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

1  2  Next  Last  



পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান