পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান


জেলাঃ মৌলভীবাজার

হাকালুকি হাওড়
মৌলভীবাজার >>  কুলাউড়া

বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের হাওড় নামে পরিচিত হাকালুকি হাওড়ের একটি অংশ পড়েছে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, গোপালগঞ্জ উপজেলায়। বাকি অংশ রয়েছে মৌলভীবাজার জেলায়। হাওড়টির বেশি ভাগ অংশই (প্রায় ৭০ ভাগ) রয়েছে এই মৌলভীবাজারে। মৌলভীবাজার জেলার বড়লেখা, জুড়ী, কুলাউড়া উপজেলায় বিস্তৃত। হাওড়টিতে প্রায় ২৩৮টি বিল রয়েছে। এই হাওরটি বাংলাদেশের সংরক্ষিত স্বাদু পানির একটি বৃহৎ জলাশয়। শীতকালে হাওরটি অতিথি পাখিদের আগমনে মুখরিত হয়ে উঠে। মূলত এশিয়ার উত্তরাংশের সাইবেরিয়া থেকে এসকল অতিথি পাখিদের আগমন ঘটে। বর্ষার মৌসুমে চারদিকের অথৈই পানি দেখতে মনে হবে এটি যেন একটি সমুদ্র। হাওরটিতে প্রায় ৫শতাধিক প্রজাতির উদ্ভিদ রয়েছে এবং এটি শতাধিক প্রজাতির মাছের বিচরণস্থল। হাওরটিতে ঘুরতে চাইলে আপনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কোন একটি গ্রামে যেতে পাবেন। সেখান থেকে এই হাওরটিতে নৌকাযোগে ঘুরতে পারেন। শুধু কুলাউড়া নয় সিলেটের যে সকল উপজেলায় এই হাওরটির বিস্তৃতি রয়েছে এর যে কোন একটি থেকেও এই হওরে ঘুরতে পাবেন। ...... সম্পূর্ণ অংশ পড়ুন

First  Previous  1  2  



পর্যটন বাংলাদেশ - বাংলাদেশ ভ্রমণ - বাংলাদেশের দর্শনীয় স্থান