চাঁদপুর জেলার সদর উপজেলার শ্রীপুর নামক একটি স্থানে হযরত রাস্তি শাহ্ (রহঃ) মাজার শরীফটি রয়েছে। জানা যায়, তিনি ১৩৫১ সালের দিকে ইসলাম ধর্ম প্রচারের জন্য এ দেশে এসেছিলেন। তিনি হযরত বড়পীর আবদুল কাদের জিলানী (রঃ) এর বংশধর ছিলেন। ১৩৮৮ সালে ইন্তেকাল করলে তাকে এখানেই সমাধিস্থ করা হয়।
Last Updated Date of This Artical : 0000-00-00