চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার নেওড়া নামক একটি গ্রামে এই মঠটি রয়েছে। সত্যরাম মজুমদার নামের এক ব্যক্তি ১৭৯১ সালে এই মঠটি নির্মাণ করেছিলেন। মঠটি অনেকের নিকট সত্যরাম মজুমদার মঠ নামেও পরিচিত। মঠটি একটি ভিত্তি মঞ্চের উপর আটকোনাকারে নির্মিত। প্রায় ২৭.৪০ মিটার উঁচু এই মঠটি। মঠটির দেয়ালে পোড়ামাটির অলঙ্করণ আজও পর্যটকদের মুগ্ধ করে।
Last Updated Date of This Artical : 0000-00-00