ওয়ালীপুর আলমগীরি মসজিদটি চাঁদপুর জেলার হাজিগঞ্জ জেলার ওয়ালীপুর গ্রামে দেখতে পাবেন। এই আয়তাকারে নির্মিত ৫ গম্বুজ বিশিষ্ট একটি ধর্মীয় ইমারত। ইমারতটির পূর্ব দিকে দিয়ে প্রবেশের জন্য ৩টি প্রবেশদ্বার রয়েছে। উত্তর ও দক্ষিন দিকে ২টি করে প্রবেশদ্বার আছে। মসজিদের এক শিলালিপি অনুসারে, মোঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে ১৬৯২ সালে আবদুল্লাহ নামক এক ধর্মপ্রাণ ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন।
Last Updated Date of This Artical : 0000-00-00