চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলায় নির্মিত এই বড় মসজিদটি উপমহাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে একটি। বাংলা ১৩৪৪ সালের ১০ অগ্রাহায়নে হাজী আহমদ আলী পাটোয়ারী নামক এক ধর্মপ্রাণ ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। জানা যায়, হাজী পাটোয়ারীর পূর্বপুরুষ ইসলাম প্রচারের জন্য এদেশে এসেছিলেন। মসজিদটির মিহরাব আপনাকে মুগ্ধ করবে। অসংখ্য কাঁচের ঝাড়ের টুকরো দিয়ে এই মিহরাবটি নির্মাণ করা হয়েছে। বিশালাকৃতির এই মসজিদটিতে প্রায় ১২২ ফুট উঁচু একটি সুউচ্চ মিনার রয়েছে। মসজিদটি ৩ গম্বুজ বিশিষ্ট। গম্বুজ গুলো তারকাখোচিত হওয়ায় এটি খুবই দৃষ্টিনন্দন একটি ধর্মীয় ইমারতে পরিণত হয়েছে।
Last Updated Date of This Artical : 0000-00-00