প্রকৃতিপ্রেমীদের জন্য এক মনমুগ্ধকর স্থান এই সাহারপাড়ের দিঘি। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দক্ষিন গোহাট ইউনিয়নে এই দিঘিটি দেখতে পাবেন। এটি দেশের অন্যতম একটি বড় দিঘি। প্রায় ৬১ একর ভূমি জুড়ে রয়েছে এই জলাশয়টি। দিঘির চারপাশে সবুজের সমারোহ, আর বিস্তৃর্ন এলাকা জুড়ে পানি আপনাকে মুগ্ধ করবে।
Last Updated Date of This Artical : 0000-00-00