চাঁদপুর জেলার কচুয়া উপজেলার এক প্রাচীনতম নিদর্শন পালগিরি গ্রামের একটি অতি প্রাচীন মসজিদ। মসজিদটি একসময় ঘন জঙ্গলের ভিতর প্রায় সম্পূর্ণ অংশই মাটির ঢিবির ভিতর ছিল। জঙ্গল পরিষ্কার করার সময় এই মসজিদটি পুনরুদ্ধার করা হয়। ধারনা করা হয় ফিরোজ শাহের আমলে ১৫৩২-১৫৩৩ সালের দিকে এই মসজিদটি নির্মাণ হয়ে থাকতে পারে। এটি বর্গাকারে নির্মিত একটি ধর্মীয় ইমারত। চারদিকের দেয়াল প্রায় ১৮ ফুট লম্বা। ১৯২৪-২৫ সালের দিকে এই মসজিদটি পুনঃসংস্করন করা হলেও এর আদি বৈশিষ্ট্যের কোন পরিবর্তন আনা হয় নি। মসজিদটি পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় এর পাশেই দেখতে পাবেন।
Last Updated Date of This Artical : 0000-00-00