চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কড়ইতলী গ্রামে একটি জমিদার বাড়ি দেখতে পাবেন। এটি কড়ইতলী জমিদার বাড়ি নামে পরিচিত। বাড়িটির মন্দিরঘর, বিশাল প্রসাদ এখনো তার অতীত গৌরবের কথা নীরবে জানিয়ে দেয়। বঙ্গাব্দ ১২০০ এর কাছাকাছি সময়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল বলে অনুমান করা হয়।
Last Updated Date of This Artical : 0000-00-00