এটি মুক্তিযুদ্ধ বিজড়িত একটি স্থান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে নিহত ৮ বীর মুক্তিযোদ্ধার কবর এটি। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার প্রায় শেষ সীমানায় এই স্থানটি দেখতে পাবেন। অনেকটা বৃত্তাকারে নির্মাণ করা হয়েছে এই সমাধিসৌধটি। সমাধিসৌধে ৮টি কবর দেখতে পাবেন। কবরগুলো বীর মুক্তিযোদ্ধা হাসান জামান, খালেদ সাইফুদ্দিন তারেক, রওশন আলম, আলাউল ইসলাম খোকন, আবুল কাশেম, রবিউল ইসলাম, কিয়ামুদ্দিন এবং আফাজ উদ্দিনের।
জানা যায়, ১৯৭১ সালের ৫ আগস্ট এখানকার স্থানীয় বাসিন্দা পাকিস্তান সেনাবাহিনীর দোসর কুবাদ খাঁন এখানের মুক্তিযোদ্ধাদের কাছে খবর দেয় যে, রাজাকারেরা তাদের গ্রামের ধান কেটে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে স্থানীয় কমান্ডারের নেতৃত্বে কয়েকজন মুক্তিযোদ্ধা সেখানে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা পাকিস্থানি সেনাবাহিনীর সাথে প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা যুদ্ধ হয়। সেখানেই এই ৮ বীরযোদ্ধা শাহাদত বরণ করেন। এই আট কবরের পাশে একটি কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে।
মুক্তিযুদ্ধ বিজড়িত এই স্থানটি দেখতে হলে আপনাকে যেতে হবে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার আটকবর নামক স্থানটিতে। চুয়াডাঙ্গা শহরের বড় বাজার হতে স্থানীয় যানবাহনে সরাসরি এই আটকবর নামক স্থানে আসা যায়।
Last Updated Date of This Artical : 2019-03-08