এটি একটি ছোট্ট সমুদ্র সৈকত। বরগুনা জেলার তালতলী উপজেলায় সমুদ্র তীর ঘেঁষে রয়েছে এই সৈকতটি। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতটি এখন অনেকটাই নিরব এবং কোলাহমুক্ত একটি পরিবেশ। সৈকতের তীরে সবুজের সমারোহ পর্যটকদের মুগ্ধ করবে। এখানে থাকার ব্যবস্থা নেই, একারনে এই সৈকতে ঘুরতে আসা পর্যটকদের দিনে এসে দিনেই ফিরে যেতে হবে। সমুদ্রের গর্জন এবং নিরিবিলি পরিবেশে পাখির কলরবে এখানে ঘুরতে আসা অতিথিরা হারিয়ে যাবেন আপন এক পরিবেশে। স্থানটি সোনারচর ইকোপার্ক নামেও পরিচিত।
কোলাহমুক্ত পরিবেশে সমুদ্র সৈকতে সময় কাটাতে চাইলে ঘুরতে আসতে পারেন এখানে। এখানে আসতে হলে প্রথমে বরগুনা শহর হতে তালতলী উপজেলায় বাস কিংবা মোটর সাইকেল যোগে আসা যাবে। সেখান থেকে এই সৈকতে আসার একমাত্র যান হলো মোটরসাইকেল।
Last Updated Date of This Artical : 0000-00-00