সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের নীলাভুমি এই বিছানাকান্দি। পাথুরে নদী আর স্বচ্ছ বহমান পানির স্রোত পর্যটকদের মুগ্ধ করে। ছোট বড় পাথরের মধ্য দিয়ে বহমান এই পানির স্রোতটি পিয়াইন নদীর। নদীর অপরপাশেই আছে বড় বড় পাহাড় আর ভারতের মেঘালয় রাজ্য। এটি সিলেট জেলার অন্যতম পাথর কোয়ারী স্থান। এই স্থানটি ঘুরতে হলে সবচেয়ে ভাল সময় হবে বর্ষাকাল। এসময় পাথরের উপর দিয়ে বয়ে চলা শীতল পানির স্রোত খুবই মনোমুগ্ধকর। শুস্ক মৌসুমে মনে হবে এটি শুধুই পাথরের রাজ্য।
সিলেট শহর থেকে যেকোন যানবাহনেই এখানে যাওয়া যাবে। সিলেট শহর থেকে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন পর্যন্ত যাতায়াত করার ব্যবস্থা করেছে।
Last Updated Date of This Artical : 0000-00-00