সিলেটের জিন্দা বাজারের নিকটেই রয়েছে মরমী কবি নামে খ্যাত হাছন রাজার জাদুঘরটি। এটি মিউজিয়াম অব রাজাস নামে পরিচিত। এখানে হাসন রাজা এবং তার পরিবারের তথ্যাদি, তাদের ব্যবহৃত নানান আসবারপত্র, তৈজসপত্র, পোশাক, গহনা ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। দেখতে পাবেন হাসন রাজার গানের পাণ্ডুলিপি। দেওয়ান হাছন রাজা সুনামগঞ্জ জেলায় ১৮৫৪ সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন। এবং ১৯২২ সালের ৭ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। হাসন রাজার গান বাংলা লোকসঙ্গীতের এক অমুল্য সম্পদ।
মরমী শিল্পী হাসন রাজার দেখতে চাইলে সিলেট শহরের জিন্দাবাজারে যেতে হবে।
Last Updated Date of This Artical : 0000-00-00