সিলেটের খাদিমপাড়ায় রয়েছে হযরত শাহ্ পরান (র.) নামের একজন আউলিয়ার মাজার। সিলেটবাসীর তথা বাংলাদেশীদের কাছেও এটি একটি পবিত্র স্থান। হযরত শাহ্ পরান (র.) ছিলেন হযরত শাহজালাল (র.) এর সফরসঙ্গী। ১৩০৩ খ্রিস্টাব্দে হযরত শাহজালাল (র.) এর সঙ্গে তিনি এই সিলেট অঞ্চলে আসেন। তিনিও একজন ধর্ম প্রচারক ছিলেন। শাহ জালাল (রঃ) দরগাহ থেকে প্রায় ৮ কিমি দূরে একটি উঁচু টিলার উপর শাহ পরান (রঃ) এর মাজারটি অবস্থিত। একারনে অনেক পর্যটক সিলেট ঘুরতে আসলে এই দুটি মাজার দর্শন করে যান।
Last Updated Date of This Artical : 0000-00-00