পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাওয়া পাহাড়ি নদী, নদীর বুকে ভেসে থাকা নৌকা সবকিছুই যেন প্রকৃতির নিজের হাতে আকা কোন ছবি। ছবির মত এই স্থানটি উপভোগ করতে চাইলে আপনাকে যেতে হবে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার লালাখালে। দেশের অন্যতম বৃষ্টি প্রধান এলাকা এই লালাখাল। লালাখাল মূলত একটি গ্রামের নাম। এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে সারী ও গোয়াইন নদী। নদীর পানির রঙ পর্যটকদের মুগ্ধ করে। চাইলে নৌকায় করে ঘুরে বেড়াতে পারবেন এই নদীতে। নদীর পাশে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো দেখলে মনে হবে কেউ যেন সবুজের প্রলেপ দিয়ে রেখেছে এইসব পাহাড়ের উপর। পর্যটকদের থাকার জন্য এখানে রয়েছে রিসোর্ট। রয়েছে চা বাগানও।
সিলেট জেলা থেকে মাইক্রবাসে কিংবা অন্য কোন যানবাহনে সরাসরি যেতে পারবেন সারী নদীর সারীঘাটে। সেখান থেকে লালাখালে যেতে হবে নৌপথে।
Last Updated Date of This Artical : 0000-00-00