ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা সদরের খুব কাছেই ভাণ্ডারা গ্রামে রয়েছে এই দিঘিটি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের হানাদার বাহিনী কর্তৃক এদেশের মুক্তিকামী মানুষদের হত্যা করে এই দিঘিটিতে ফেলে রাখা হত। জানা যায়, প্রায় দুই হাজারেরও অধিক মুক্তিকামী এবং নিরহ বাঙ্গালীকে হত্যা করে এই দিঘিতে ফেলে রাখা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই দিঘিটির নীল জল পাকিস্তানের হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের কারনে রক্তের লাল রঙে রঞ্জিত ছিল। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের নিষ্ঠুরতম কালো অধ্যায়ের এক নিরব সাক্ষী এই খুনিয়া দিঘি।
Last Updated Date of This Artical : 0000-00-00