নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জগদ্দল মহাবিহারটি দেখতে পাবেন। ঐতিহাসিক এই প্রত্নস্থলটি দৈর্ঘ্যে প্রায় ১০৫ মিটার এবং প্রস্থে প্রায় ৮৫ মিটার লম্বা। প্রত্নস্থলটি খননে ১১টি বৌদ্ধ ভিক্ষুদের থাকার কক্ষ আবিষ্কৃত হয়েছে। কক্ষগুলো বর্গাকারে নির্মিত। পাল বংশের রাজা রামপাল তার শাসনামলে এই বিহারটি নির্মাণ করেছিলেন। সে হিসেবে বিহারটি ১০৭৭ সাল হতে ১১২০ সালের মধ্যে নির্মিত। বিহারের দক্ষিন-পশ্চিম দিকে একটি টাওয়ারের অস্তিত্ব পাওয়া গেছে। ধারনা করা হয়, এটি পর্যবেক্ষণ টাওয়ার ছিল। বিহারটি থেকে পাথরের মূর্তি, পোড়ামাটির ফলক, অলঙ্কৃত ইট, মৃৎপাত্র, পাথরের গুটি ইত্যাদি প্রত্নসামগ্রী পাওয়া গেছে।
Last Updated Date of This Artical : 0000-00-00