ভোলা জেলার সদর উপজেলার আলীনগরে মুক্তিযুদ্ধের বীর সেনা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এর জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ১৯৪৭ সালের ১৬ ডিসেম্বর এই জেলার দৌলতখান উপজেলার পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ২০ বছর বয়সে সেনাবাহিনীর ইস্টবেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মনবাড়িয়া জেলায় পাকিস্তানী হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। এসময় মোস্তফা কামাল তার সঙ্গীদের নিরাপদে সরে যেতে একাই গুলিবর্ষণ করতে থাকেন। সঙ্গীরা নিরাপদে দূরে সরে যেতে পারলেও তিনি পাকিস্তানী সেনাবাহিনীর মর্টারের আঘাতে সেখানেই মারা যান। এই বীরকে ব্রাহ্মনবাড়িয়াতেই সমাহিত করা হয়। নিজ গ্রাম ভোলা জেলার সদর উপজেলার আলীনগরে তার স্মৃতির স্মরণে গড়ে তোলা হয় একটি গ্রন্থাগার এবং জাদুঘর।
বাংলাদেশের মহান এই বীরযোদ্ধার জাদুঘরটি দেখতে চাইলে ভোলা জেলার সদর উপজেলার আলীনগর যেতে হবে। ভোলা থেকে স্থানীয় যে কোন যানবাহনে এখানে আসতে পারবেন।
Last Updated Date of This Artical : 0000-00-00