শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত একটি পর্যটক ও বিনোদন কেন্দ্র। শেরপুর জেলা প্রশাসকের উদ্যোগে ১৯৯৩ সালে এটিকে একটি মনোরম পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে একটি কৃত্রিম ঝর্ণা ও লেক। ময়ূরপঙ্খী নৌকায় করে ঘুরতে পারবেন এই লেকটিতে। আছে প্যাডেল বোটও। ঘুরে দেখতে পারবেন পাহাড়ি বন। সমতল ভূমিতে উঁচু নিচু টিলা, বন, ঝর্ণার এক অপূর্ব মিলনকেন্দ্র এই স্পটটি। শীত মৌসুমে শিক্ষাসফর ও পিকনিক করার জন্য দূর-দূরান্ত থেকে এখানে আসেন অনেকেই। থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি কটেজ। তবে তা ব্যবহার করতে চাইলে পূর্বে থেকে শেরপুর জেলা প্রশাসক এর নিকট হতে অনুমতি নিয়ে নিতে হবে। স্পটটিতে নির্মিত মৎস্য কন্যার ভাস্কর্য সকল পর্যটকদের মুগ্ধ করে। গারো পাহাড়ের মনোরম দৃশ্য আর অবকাশ কেন্দ্রটি এক নজরে দেখতে চাইলে তার জন্য সেখানে রয়েছে একটি সুউচ্চ
Last Updated Date of This Artical : 0000-00-00