পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা ইউনিয়নে দেখতে পাবেন সাগরকন্যা খ্যাত এই কুয়াকাটা সমুদ্রের সৈকতটি। প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ এই সৈকতটি। এই সৈকত থেকে সকালে সূর্যোদয় এবং সন্ধ্যার আকাশের সূর্যাস্ত দেখতে পাবেন। সৈকতের আশেপাশেই আছে ফাতরার চর, ক্র্যাব (কাঁকড়ার) চর, আশার চর, দুবলার চর, গঙ্গামতির চর, কাউনিয়ার চর, সোনার চর, ফিস ল্যান্ড। এসকল চর যেন এক একটি ছোট্ট দ্বীপ। এসকল স্থানে যেতে হলে আপনাকে ভাড়া করতে হবে ট্যুরিষ্ট বোট। সমুদ্র সৈকতের কাছেই রয়েছে কয়েকটি ট্যুরিষ্ট সেন্টার। সেখান থেকেও পেতে পারেন যাবতীয় তথ্য। চাইলে তাদের ব্যবস্থাপনায় ঘুরে দেখতে পাবেন কুয়াকাটা ইউনিয়নের সকল পর্যটন স্পট। কুয়াকাটায় থাকার জন্য বেশ কয়েকটি ভাল হোটেল, মোটেল রয়েছে। চাইলে এগুলোর যে কোন একটিতে পূর্ব হতে বুকিং দিয়ে আসতে পারেন।
সাগরকন্যা কুয়াকাটায় আসতে হলে ঢাকা থেকে সরাসরি বাসযোগে আসতে পারবেন। অথবা লঞ্চযোগে ঢাকা থেকে পটুয়াখালী এসে সেখান থেকে বাস কিংবা অন্য যে কোন যানবাহনে এখানে আসা যাবে।
Last Updated Date of This Artical : 0000-00-00