সমতল অঞ্চলে পাহাড়-নদী আর সবুজের এক অপূর্ব দৃশ্যপট তৈরি করেছে কলমাকান্দা উপজেলায় অবস্থিত লেংগুরা টিলাটি। ভারতীয় সীমানায় অবস্থিত এই টিলার পাশ দিয়ে বয়ে গেছে গনেশ্বরী নামক একটি নদী। প্রকৃতিই নয় মুগ্ধ করবে এখানে বসবাসরত আদিবাসী হাজং এবং গারোদের জীবনাচারও। লেংগুরা টিলাটি কলমাকান্দা উপজেলার অন্যতম পর্যটন স্পট। পর্যটকদের জন্য এখানে বসার ব্যবস্থা করা আছে। এখানে দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন ভারতীয় অংশের প্রাকৃতিক দৃশ্য। পিকনিক করার জন্যও এটি একটি জনপ্রিয় স্পট।
প্রাকৃতিক শোভায় সজ্জিত এই পর্যটন স্পটটি ঘুরে দেখতে চাইলে নেত্রকোনা জেলা শহর হতে কলমাকান্দা উপজেলায় আসতে হবে। এরপর কলমাকান্দা হতে মোটরসাইকেন কিংবা রিক্সা বাঁ ভ্যান গাড়িতে করে পৌঁছে যেতে পারবেন এই লেংগুরা টিলায়।
Last Updated Date of This Artical : 0000-00-00