নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় বাবা সালেহ মসজিদটি দেখতে পাবেন। স্থানীয়ভাবে এটি বন্দর শাহী মসজিদ নামে পরিচিত। কদম রসূল দরগাহ এর প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে এই মসজিদটি রয়েছে। এটি একটি ১ গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদটির অভ্যন্তরে পশ্চিম দেয়ালে ৩টি মিহরাব দেখতে পাবেন। প্রবেশের জন্য পূর্ব দেয়ালে ৩টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে ১টি করে প্রবেশদ্বার রয়েছে। মসজিদের চার কোণে ৪টি স্তম্ভ দেখতে পাওয়া যাবে। ১৪৮১ সালে বাঙলার সুলতান জালাল-উদ-দীন ফতেহ শাহের আমলে বাবা সালেহ নামক এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন বলে জানা গেছে। পরবর্তীতে মসজিদটি সংস্কার করে আধুনিকায়ন করা হয়েছে।
Last Updated Date of This Artical : 0000-00-00