বিবি মরিয়মের মসজিদ ও সমাধি সৌধটি নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায় হাজিগঞ্জ নামক একটি স্থানে রয়েছে। মসজিদটি আয়তাকারে নির্মিত এবং ৩ গম্বুজ বিশিষ্ট। এই তিনটি গম্বুজের মধ্যে মাধ্যস্থানের গম্বুজটি অপেক্ষাকৃত বড়। ধর্মীয় এই ইমারতটি দৈর্ঘ্যে প্রায় ৫০ ফুট এবং প্রস্থে প্রায় ৪৫ ফুট। মসজিদের অভ্যন্তরে মিহরাবের সংখ্যা ৩টি। মিহরাবগুলোর নির্মাণ কৌশলও ব্যতিক্রম। মিহরাবগুলো চারকোনাকারে নির্মাণ করা হয়েছে। মসজিদটিতে প্রবেশের জন্য পূর্ব দিকে ৩টি এবং উত্তর ও দক্ষিণ দিকে ১ টি করে প্রবেশ দ্বার কয়েছে। মসজিদটির ৪ কোণে দেখতে পাবেন ৪টি মিনার। মসজিদটি পরবর্তীতে সংস্কার করা হয়েছে।
মসজিদটির পূর্বদিকে একটি সমাধি সৌধ দেখতে পাবেন। এটি বিবি মরিয়মের সমাধি সৌধ। বিবি মরিয়ম বাঙলার সুবাদার নবাব শায়েস্তা খানের আদরের কন্য ছিলেন। শায়েস্তা খান তার কন্যার নামানুসারে একটি মসজিদ নির্মাণ করেন, যা বিবি মরিয়ম মসজিদ নামে পরিচিত। বিবি মরিয়মের সমাধি সৌধটি একটি উঁচু প্লাটফর্মের উপর নির্মিত। এটি এক গম্বুজ বিশিষ্ট একটি ইমারত। সমাধি সৌধটি কালো পাথরের ভিত্তিভূমির উপর নির্মিত। বিবি মরিয়মের শবাধারটি সাদা মার্বেল পাথরের নির্মিত। সমাধি কক্ষে প্রবেশের জন্য পূর্ব, পশ্চিম ও দক্ষিন দিকে প্রবেশপথ রয়েছে। উল্লেখ্য যে, বিবি মরিয়মকে 'তুরান-দুখত্' বলা হয়।
বাঙলার সুবাদার নবাব শায়েস্তা খানের আদরের কন্যর সমাধি সৌধটি দেখতে চাইলে নারায়নগঞ্জ জেলা শহর থেকে স্থানীয় যানবাহনে করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল এর কাছে কিল্লার পুল যেতে হবে।
Last Updated Date of This Artical : 0000-00-00