নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার হাজিগঞ্জ এলাকায় ৪ গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ দেখতে পাওয়া যাবে। তবে, মসজিদটির মূল কক্ষের উপর গম্বুজের সংখ্যা মাত্র ১টি। অপর ৩টি গম্বুজ রয়েছে মসজিদটির বারান্দার উপর। বারান্দার উপর নির্মিত গম্বুজগুলোর আকৃতি অপেক্ষাকৃত ছোট আকারের। এই ৩টি গম্বুজ আদিতে ছিল না, পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। ১৪৯৩ সাল হতে ১৫৩৮ সাল সময়ে মধ্যে সুলতান আলা-উদ-দীন হোসেন শাহ্ ও তার বংশধরদের রাজত্বকালে এই মসজিদটি নির্মিত হয়েছে বলে মনে করা হয়।
Last Updated Date of This Artical : 0000-00-00