নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বাসস্ট্যান্ডের নিকট মোগড়াপাড়া বাজারের রাস্তায় ইউসুফগঞ্জে এই মসজিদটি দেখতে পাবেন। এটি বর্গাকারে নির্মিত একটি ধর্মীয় ইমারত, যার প্রতি দিকের দৈর্ঘ্য প্রায় ৮.৪ মিটার। মসজিদটিতে প্রবেশের জন্য পূর্ব দেয়ালে ৩টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে ১টি করে প্রবেশপথ রয়েছে। পশ্চিম দেয়ালে দেখতে পাবেন ৩টি মিহরাব। মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট। সুলতান রুকন-উদ-দীন বারবক শাহ্র পুত্র সুলতান শামস উদ দীন ইউসুফ শাহ্ পঞ্চদশ শতকের শেষ সময়ের দিকে (১৪৭৬-৮১ সাল) এটি নির্মাণ করেন। মসজিদটি সংস্কার করার ফলে এটি আধুনিক মসজিদ বলে মনে হবে।
Last Updated Date of This Artical : 0000-00-00