নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মজমপুরে মোয়াযযেমাবাদ নামের এই প্রাচীন মসজিদটি দেখতে পাবেন। স্থানীয়ভাবে, এই মসজিদটি মহজমপুর শাহী মসজিদ নামেও পরিচিত। এটি একটি ছয় গম্বুজ বিশিষ্ট মসজিদ। শিলালিপি অনুসারে, মসজিদটি সুলতান শামস্ আল-দীন আহমদ শাহ্র আমলে (১৪৩২-৩৬ সাল) ফিরোজ খান নামের এক ব্যাক্তি এটি নির্মাণ করেন। তাই এটি আহমদ শাহের মসজিদ নামেও অনেকে চিনেন। মজমপুরের পূর্ব নাম ছিল মোয়াযযেমাবাদ। মোয়াযযেমাবাদ সুলতানি আমলের একটি বিখ্যাত স্থান। এখানে সুলতানের টাকশাল ও প্রশাসন কেন্দ্র ছিল। মসজিদটি বাংলাদেশে টিকে থাকা প্রাচীন মসজিদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়। মসজিদটির পূর্বের অনেক কিছুই এখন আর নেই। মসজিদের কাছেই দেখতে পাবেন একটি মাজার শরীফ। শাহ লঙ্গর নামের এক দরবেশের মাজার এটি।
Last Updated Date of This Artical : 0000-00-00