বরিশাল জেলার অন্যতম প্রাচীন নিদর্শন এই লাখুটিয়া জমিদার বাড়িটি। সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের লাখুটিয়া গ্রামে বাবুবাজার সংলগ্ন এলাকায় এই জমিদার বাড়িটি দেখতে পাবেন। এখানে এই জমিদার বাড়িটির কাছে দেখতে পাবেন জমিদারদের দ্বারা খননকৃত একটি বিশাল দিঘি এবং মন্দির। বরিশালের ঐতিহ্যবাহী প্রাচীন এই জমিদার বাড়িটি জমিদারদের সৌখিনতার স্মৃতি আজও যেন বয়ে বেড়াচ্ছে। জমিদার বাড়ির মনোমুগ্ধকর পরিবেশে কারনে এখানে অনেকেই পিকনিক করতে আসেন।
বরিশাল সদর এর নতুন বাসস্ট্যান্ড থেকে বাস কিংবা স্থানীয় যে কোন যানবাহনে যেতে পারবেন এই স্থানটিতে।
Last Updated Date of This Artical : 0000-00-00