বিশাল এলাকা জুড়ে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পরিবেশে যদি সময় কাটাতে চান, তবে বেছে নিতে পারেন সন্তোষপুরের এই রাবার বাগানটি। প্রায় ১০৬ একর ভুমিতে বাংলাদেশ বন বিভাগের এই রাবার বাগানটিতে সারি সারি অনেক রাবার গাছটি আপনাকে নিয়ে যাবে প্রাকৃতির এক মহামায়ায়। এখানে ঘুরতে আসা পর্যটকরা এই বাগানের ভিতরে দেখতে পাবেন বিরল প্রজাতির কিছু বানর। সন্তোষপুরের এই রাবার বাগানে বেড়াতে আসতে হলে আপনাকে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগা ইউনিয়নের সন্তোষপুরে আসতে হবে।
Last Updated Date of This Artical : 0000-00-00