১৯৭১ সনে সীতেশ বাবু শ্রীমঙ্গল উপজেলার রামকৃষ্ণ মিশন রোডের নিজ বাড়িতে এই চিরিয়াখানা গড়ে তুলেন। চিত্রল হরিণ, মায়া হরিণ,বনরুই বিভিন্ন বর্ণের খরগোশ, সোনালী খাটাশ, সোনালী কচ্ছপ, ভাল্লুক, লজ্জাবতী বানর, অজগর সাপ, হেমালিয়ান টিয়া, ময়না পাখি, শঙ্খচিল, তোতা, সবুজ ঘুঘু, হরিয়াল ইত্যাদি প্রাণী দেখতে পাবেন এই জাদুঘরে। দেশের একমাত্র সাদা বাঘ দেখতে পাবেন এখানে।
Last Updated Date of This Artical : 0000-00-00