১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যা সাত বীর শহীদকে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সন্মানে ভূষিত করা হয়েছে, তাদের একজন হলেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান। তিনি ১৯৫৩ ইংরেজী সনের ২ ফেব্রুয়ারী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারী তৎকালীন সেনাবাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন।
১৯৭১ সনের অক্টোবর মাসের শেষ দিকে মৌলভীবাজার জেলাস্থ কমলগঞ্জ উপজেলার চা বাগানের ধলই সীমান্ত চৌকিতে হানাদার পাকিস্তানী সেনাবাহিনী বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। এই যুদ্ধে তিনি পাকিস্তানী সেনাবাহিনী বাহিনীর প্রায় ভিতরে প্রবেশ করে আক্রমন শুরু করেন। এসময় শত্রুদের পরাস্ত করতে পারলেও পাকিস্তানী সেনাবাহিনী বাহিনীর এক গুলি তার শরীরে এসে বিঁধলে সেখানে তিনি শহীদ হন। বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানকে প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্যের কমলপুর জেলাধীন আমবাসা গ্রামে সমাধিস্থ করা হয়েছিল। পরবর্তীতে তাঁর দেহাবশেষ দেশে ফিরিয়ে এনে ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়। তার স্মৃতি স্মরনে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
Last Updated Date of This Artical : 0000-00-00