মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখলা চা বাগানে এই লেকটি দেখতে পাবেন। চা বাগানের সবুজের মাঝে এই লেকটি পর্যটকদের মুগ্ধ করবে। শীতে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। পর্যটকরা চাইলে নৌভ্রমন করতে পারবেন এই লেকটিতে।
পর্যটকরা এখানে আসতে চাইলে মৌলভীবাজার জেলা শহর থেকে সরাসরি মাইক্রোবাস কিংবা সিএনজিতে করে আসতে পারবেন। এটি জেলা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
Last Updated Date of This Artical : 0000-00-00