মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে দেখতে পাবেন এই মনিপুরী জাদুঘরটি। মনিপুরী লোক-সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গড়ে তোলা হয়েছে এটি। জাদুঘরে মনিপুরী সম্প্রদায়ের ব্যবহৃত আসবারপত্র, পোশাক, সাজসজ্জার অলঙ্কার, বাদ্যযন্ত্র, অস্ত্রসহ নিত্যপ্রয়োজনীয় উপাদান। ২০০৭ সালে এই জাদুঘরটি। এই সংগ্রহশালাটির প্রতিষ্ঠাতার নাম হামোম তনুবাবু।
মনিপুরী জাদুঘটি দেখা হলে ঘুরতে পারেন এখানকার মনিপুরী পল্লীটি। মনিপুরী সম্প্রদায়ের বৈচিত্র্যময় জীবন-যাপন মুগ্ধ করবে পর্যটকদের। সেই সাথে আছে এখানকার প্রাকৃতিক দৃশ্য। এখান থেকে কিনতে পারবেন মনিপুরী সম্প্রদায়ের তৈরি করা কাপড় - মনিপুরী শাল, চাদর, শাড়ী, সেলোয়ার-কামিজ, ব্যাগ, ফতুয়া, পঞ্জাবী ইত্যাদি।
মনিপুরী জাদুঘর ও মনিপুরী পল্লী দেখতে হলে মৌলভীবাজার থেকে সরাসরি কিংবা কমলগঞ্জ উপজেলা থেকেও যাতায়াতের ব্যবস্থা রয়েছে।
Last Updated Date of This Artical : 0000-00-00