এডভেঞ্চার প্রিয় পর্যটকদের নিকট এই রাজকান্দি রিজার্ভ ফরেস্টটি হতে পারে এক অনন্য স্পট। শুধু বন ঘুরে দেখাই নয়, এখানে রয়েছে একটি অনিন্দ্য সুন্দর জলপ্রপাত। রাজকান্দি রিজার্ভ ফরেস্টটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। এই বনটি এবং জলপ্রপাত দেখতে হলে একজন স্থানীয় গাইড অবশ্যই সঙ্গে নিতে হবে। পাহাড়ের উঁচুনিচু পথ, পাথুরে বুনোপথ, ঝিরিপথ আর পদে পদে রয়েছে কিছুটা ঝুঁকি। এমনই এক পরিবেশে ভ্রমন পর্যটকদের মনে রোমাঞ্চকর এক অনুভূতি এনে দিবে। পর্যটকদের জন্য এই স্থানটি ভ্রমনের সবচেয়ে ভাল সময় হলো বর্ষাকাল। কারন এই সময়ই এই বনের মাঝে অবস্থিত হামহাম জলপ্রপাতটির পূর্ণ যৌবন থাকে। বনে শুধু হামহাম নয় দেখতে পাওয়া যাবে আরও দেশ কয়েকটি ছোট ছোট ঝর্ণা।
এই স্থানটি ঘুরতে হলে প্রথমে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে আসতে হবে। এই ইউনিয়নের শেষ প্রান্তের একটি গ্রাম তৈলংবাড়ি থেকে পায়ে হেতে যেতে হবে।
Last Updated Date of This Artical : 0000-00-00