মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের একোয়ার্ড ফরেস্টের লুতি টিলায় এই পাহাড়ি জলপ্রপাতটি দেখতে পাবেন। মৌলভীবাজার থেকে এই জলপ্রপাতটির দূরত্ব প্রায় ৬৮ কিলোমিটার। এই স্পটটিতে যেতে হলে মৌলভীবাজার থেকে প্রথমে যেতে হবে বারিরবাজারে। সেখান থেকে মুরাইছাড়া বাজার হয়ে প্রায় ৫০০ মিটার দূরে গেলে একটি ছড়া দেখতে পাবেন। এই ছড়াটি মুড়াইছড়া নামে পরিচিত। এই মুড়াইছড়া থেকে প্রবাহমান পানির বয়ে যাওয়া গতির দিকে প্রায় ১ ঘণ্টা হাঁটলে পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত স্পটটিতে। এখানে দেখতে পাবেন একটি জলপ্রপাতের ঝর্ণাধারা। এটিই মুরাইছড়া জলপ্রপাতের ঝর্ণাধারা। এই ঝর্ণাধারাটি দেখতে যাওয়ার জন্য আপনাকে হাঁটার জন্য প্রস্তুতি নিতে হবে। জলধারার পথ দিয়ে হাটার সময় পাথরগুলো পিচ্ছিল থাকতে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে।
Last Updated Date of This Artical : 0000-00-00