দেশের একমাত্র চা জাদুঘর এটি। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় প্রতিষ্ঠা করা হয়েছে এই জাদুঘরটি। বাংলাদেশে উৎপাদিত চায়ের বিভিন্ন জাত, চা প্রক্রিয়াকরন, চা চাষ সম্পর্কিত বিভিন্ন উপাদান স্থান পেয়েছে এই জাদুঘরটিতে। রয়েছে চা চাষের ইতিহাস জানার সুযোগ।
Last Updated Date of This Artical : 0000-00-00