মাধবকুণ্ড ইকোপার্কে এই জলপ্রপাতটি দেখতে পাবেন। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রয়েছে এই মাধবকুণ্ড জলপ্রপাতটি। মৌলভীবাজার জেলা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরে এই পর্যটন স্পটটির অবস্থান। বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত এই মাধবকুণ্ড জলপ্রপাত। জলপ্রপাতটির উচ্চতা প্রায় ২২০ ফুট। পাথুরে পরিবেশ আর অরণ্য ঘেরা এই স্পটটিতে এসে সকল পর্যটকই জলপ্রপাতের ঝর্ণাধারায় একবার হলেও তাদের গা ভিজিয়ে নেয়। অনেক এডভেঞ্চার প্রিয় পর্যটক এই জলপ্রপাতের উপর উঠে যায়।
দেশের সর্বোচ্চ এই জলপ্রপাতটি দেখতে হলে পর্যটকরা সিলেট কিংবা মৌলভীবাজার জেলা থেকে বাস, মাইক্রোবাস বা সিএনজিতে করে সরাসরি আসতে পারবেন।
Last Updated Date of This Artical : 0000-00-00