মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় দেখতে পাবেন এই ইকোপার্কটি। দেশের প্রথম ইকোপার্ক এটি। বড়লেখা উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এই ইকোপার্কটির অবস্থান। দেশের জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে এই স্পটটি অন্যতম একটি জনপ্রিয় স্পট। এখানেই দেখতে পাবেন দেশের সর্বোচ্চ জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত। পাহাড়ি ঝর্ণাধারা, বন সব মিলিয়ে এক অনন্য পর্যটন স্পট এই মাধবকুণ্ড ইকোপার্ক। ইকোপার্কটিতে বেশ কিছু বন্যপ্রাণীও রয়েছে।
মাধবকুণ্ড ইকোপার্ক ঘুরে আসতে হলে পর্যটকদের সিলেট কিংবা মৌলভীবাজার জেলা থেকে বাস, মাইক্রোবাস বা সিএনজিতে করে আসতে হবে।
Last Updated Date of This Artical : 0000-00-00