বাংলাদেশের অন্যতম বৃহৎ দিঘি এই দুর্গাসাগর দিঘি। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় দেখতে পাবেন এই বৃহদাকার দিঘিটি। দিঘিটি মাধবপাশা দিঘি নামেও অনেকের কাছে পরিচিত। শীতকালে অতিথি পাখিদের বিচরন পর্যটকদের মুগ্ধ করে। নৌকায় ঘুরে বেড়াতে পারবেন এই দিঘিটিতে। ১৭৮০ খ্রিষ্টাব্দে তৎকালীন স্থানীয় রাজা শিব নারায়ন এলাকাবাসীর পানির কষ্ট দূর করার জন্য এই স্থানটিতে এই বিশালাকৃতির দিঘিটি খনন করেছিলেন। তিনি এই দিঘিটির নাম করন করেন দুর্গা সাগর। মতান্তরে রাজা শিব নারায়ন স্ত্রী রানী দুর্গাবতী এই বিশালাকার দিঘিটি খনন করেছিলেন। শীতে পিকনিক করার জন্য দূরদূরান্ত থেকে এখানে ছুটে আসে। দিঘিটির মাঝখানে ছোট্ট একটি দ্বীপের মত ভেসে আছে একখণ্ড ভূখণ্ড। যা এই দিঘিটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। দিঘিটিতে রয়েছে বিশাল একটি পাকা সিঁড়িযুক্ত ঘাট।
বরিশাল শহরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে স্থানীয় যানবাহনে কিংবা বাসে করে এই দুর্গা সাগরটি দেখতে আসতে পারবেন।
Last Updated Date of This Artical : 0000-00-00