বরিশাল জেলার গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের মসজিদটি কমলাপুর মসজিদ নামে পরিচিত। আয়াতাকারে নির্মিত এই মসজিদটিতে ৩ টি গম্বুজ রয়েছে। মসজিদটির নির্মাণ কৌশল এবং অলঙ্করণ অনুযায়ী এটি সুলতানী আমলে সতের শতকে নির্মিত বলে মনে করা হয়। মসজিদটিতে পোড়ামাটির অলঙ্করণ এর ছাপ পাওয়া যায়।
Last Updated Date of This Artical : 0000-00-00