খাগড়াছড়ির একটি সীমান্ত শহর রামগড়। এখানেই যাত্রা শুরু হয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর। বর্তমানে যা বাংলাদেশ বর্ডার গার্ড নামে পরিচিত। বাংলাদেশ বর্ডার গার্ডের পূর্ব নাম বাংলাদেশ রাইফেলস সক্ষেপে যা বিডিআর নামে পরিচিত ছিল। এই স্থান হতেই বিডিআর এর যাত্রা শুরু হওয়ায় একে বিডিআর এর জন্মভূমি বলা হয়। ১৯৭৯ সালের ২২ জুলাই বিডিআর এর প্রতিষ্ঠা হয়। এখানের ঝুলন্ত ব্রীজ, বোটানিক্যাল গার্ডেন, লেক সবকিছু মিলে মনে হবে এটি প্রকৃতির এক নির্মল পরিবেশে আপনি এসে পরেছেন।
Last Updated Date of This Artical : 0000-00-00