বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া মঠটি বাংলাদেশের প্রত্ন সম্পদের মধ্যে একটি। জানা যায়, নবাব আলীবর্দি খাঁ এর শাসনামলে (১৭৪০-১৭৫৬ খ্রিস্টাব্দ) এই মঠটি নির্মিত হয়। রুপরাম দাস গুপ্ত নামের এক ব্যক্তি এই মঠটি নির্মাণ করেছিলেন। মঠটির নির্মাণ কৌশল এবং এর অলঙ্করণ আজও পর্যটকদের মুগ্ধ করে। এটি বর্গাকারে নির্মিত একটি স্থাপত্য শিল্প। মঠটির উচ্চতা প্রায় ২৭.৪০ মিটার। এক কক্ষ বিশিষ্ট এই মঠটিতে প্রবেশের জন্য পশ্চিম দিকে একটি মাত্র প্রবেশদ্বার রয়েছে। স্থানীয়ভাবে এটি অনেকের নিকট সরকার মঠ নামেও পরিচিত।
প্রাচীন এই প্রত্নস্থলটি দেখতে হলে গৌরীপুর উপজেলা হতে স্থানীয় যানবাহনে মাহিলাড়া নামক স্থানে আসতে হবে। বরিশাল সদর থেকেও মাইক্রোকার যোগে এখানে আসতে পারবেন।
Last Updated Date of This Artical : 0000-00-00