খাগড়াছড়ির অন্যতম দর্শনীয় স্থান মানিকছড়ি উপজেলার মং রাজার রাজবাড়ি। মানিকছড়ি উপজেলা মং প্রধানের রাজধানী হিসেবে পরিচিত। রাজবাড়িটি প্রায় ১৫০ বছরের পুরানো। জানা যায়, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন রাজা মং প্রুসাই চৌধুরী মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন।
Last Updated Date of This Artical : 0000-00-00