খাগড়াছড়ি জেলা সদর থেকে মাত্র ৫-৬ কিলোমিটার দূরে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের কোল ঘেঁষে রয়েছে মাইসছড়ি নামের একটি স্থান। এই এলাকার নুনছড়ি নামক একটি জায়গার একটি পাহাড়ের চুড়ায় দেখতে পাবেন এই নুনছড়ি দেবতা পুকুর। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৭শ ফুট উঁচুতে এই দেবতা পুকুরটির অবস্থান। প্রায় ৫ একর জায়গা জুড়ে রয়েছে এই পুকুরটি। এত উপরে পুকুর সৃষ্টি, সারা বছর পুকুরটির পানির উচ্চতার পরিবর্তন না হওয়া - এ সকল কারনে এই পুকুরটির নাম দেবতা পুকুর হয়েছে বলে প্রচলিত আছে। স্থানীয়দের অনেকের বিশ্বাস, এই পুকুরটি কোন এক দেবতা দ্বারা নিরন্ত্রিত। আবার অনেকেই বিশ্বাস করেন, এই পুকুরের তলায় অনেক গুপ্তধন লুকায়িত আছে, এসকল গুপ্তধন দেবতা পাহাড়া দিচ্ছেন। এবং এ ধরনার জন্য অনেকেই এই পুকুরটিতে পূজা দিতে আসেন। পুকুরে একটি প্রকাণ্ড পাথর দেখতে পাবেন। প্রচলিত আছে, স্থানীয়দের পানির অভাব দূর করতে স্বয়ং দেবতা এই পুকুরটি খনন করেছিলেন। একারনে এই পুকুরের পানি স্থানীয়দের কাছে পবিত্র পানি। প্রতি বছর চৈত্রসংক্রান্তিতে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা পুণ্য লাভের আশায় এখানে আসেন।
Last Updated Date of This Artical : 0000-00-00