বরিশালের গৌরনদী উপজেলার কসবা নামক স্থানে নয় গম্বুজ বিশিষ্ট একটি প্রাচীন মসজিদ রয়েছে। বর্গাকারে নির্মিত এই প্রাচীন মসজিদটি খান-ই-জাহান এর আমলে (পঞ্চদশ শতাব্দীতে) নির্মিত বলে অনুমান করা হয়। মসজিদের পূর্ব দিকে ৩টি প্রবেশ দ্বার রয়েছে। উত্তর ও দক্ষিন দিকে ১ টি করে প্রবেশ পথ দেখতে পাবেন। পশ্চিম দেয়ালে ৩টি মিহরাব রয়েছে। মসজিদের দেয়ালগুলোও অত্যান্ত প্রশস্ত। দেয়ালগুলো প্রায় ৬ ফুট পুরু। মসজিদের ৪ কোনায় ৪ টি গোলাকার মিনার রয়েছে। অভ্যন্তরে ৪ টি স্তম্ভ দেখতে পাবেন। মসজিদটি দৈর্ঘ্যে ১১.৬৮ মিটার এবং প্রস্থে ১১.৬৮ মিটার।
প্রাচীন এই মসজিদটি দেখতে হলে গৌরীপুর উপজেলা হতে স্থানীয় যানবাহনে কসবা নামক স্থানে আসতে হবে। বরিশাল সদর থেকেও মাইক্রোকার যোগে এখানে আসতে পারবেন।
Last Updated Date of This Artical : 0000-00-00