বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার নামক একটি গ্রামে রয়েছে বাংলার বাঘ খ্যাত শেরে-বাংলা-এ কে ফজলুল হকের জন্মভিটা। এখানেই প্রতিষ্ঠিত করা হয়েছে শেরে বাংলা স্মৃতি জাদুঘর। এখানে শেরে বাংলা এ কে ফজলুল হকের লেখা চিঠি, আলোকচিত্র সহ তার স্মৃতি বিজড়িত বেশ কিছু জিনিস প্রদর্শন করা হয়েছে।
Last Updated Date of This Artical : 0000-00-00