হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ৫টি চা বাগানের মধ্যে রশিদপুর চা বাগান পর্যটকদের চা বাগান ভ্রমনের জন্য একটি অন্যতম জনপ্রিয় স্থান। এটি দেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে একটি। প্রায় ৫৫৭৪.৩০ হেক্টর জমির সম্পূর্ণ অংশই ব্যবহৃত হয় চা চাষের জন্য। চা বাগানটি এক নজরে দেখলে মনে হবে প্রকৃতি যেন সবুজ রঙয়ের কার্পেট বিছিয়ে রেখেছে। আবার উঁচুনিচু ঢেউ খেলানো ছোট ছোট টিলার উপর চাষকৃত চায়ের বাগানটি কখনো কখনো মনে হবে চারদিকে যেন সবুজের ঢেউ বইছে।
বৃহত্তম এই চা বাগানটি দেখতে হলে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুরে যেতে হবে। বাস কিংবা যে কোন যানবাহনে এখানে আসতে পারবেন।
Last Updated Date of This Artical : 0000-00-00